হোমনাপ্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ডের একটি মসজিদ থেকে একটি মাইকের
মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি সাউন্ডবক্স সহ
প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে হোমনা পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
মসজিদের
মুসল্লিরা জানায়, চোরেরা মসজিদের গেইটের তালা কেটে প্রবেশ করে। একটি
মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি
সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে।
মসজিদের
ইমাম মুফতি সাঈদুর রহমান জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মসজিদের
মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতর অন্ধকার সব মালামাল এলোমেলো ভাবে
পড়ে আছে। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ দিলে লাইট না জ্বললে চুরির
বিষয়টি বুঝতে পারি। ফোনে সভাপতি সহ মুসল্লিদেরকে অবহিত করি।
মসজিদের
সভাপতি ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার জানান, ফজর নামাজের
াযানের সময় ইমাম সাহেব ঘটনা জাইলে মসজিদে এসে দেখি ৩ টি তালা
ভাঙ্গা,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মাইকের মেশিন, ব্যাটারী,আইটিএসের মেশিন ও
ব্যাটারী,সোলারের ২ টি ব্যাটারী ও দুটি সাউন্ড বক্স চুরি হয়েছে। পরে থানায়
লিখিত অভিযোগ করি।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে মসজিদটি পরিদর্শন করেছি।
দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।