বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব বলেছেন,
জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত, ধর্ম-বর্ণ,
জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিকের অংশগ্রহণে সম্প্রীতির এক মানবিক
বাংলাদেশ গড়ে তোলবে।
জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক
রাজনৈতিক দল হিসেবে দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করার জন্য
জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছে। ৫ আগস্ট বিপ্লবেও
আমরা ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন- সংগ্রাম চালিয়ে গেছি। ফলে এক
ঐতিহাসিক বিজয় আমাদের হাতে এসে ধরা দিয়েছে। আমরা দেশকে ন্যায়-ইনসাফের
ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছি।কল্যাণ
রাষ্ট্রের প্রতিষ্ঠা সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান
জানান।
শনিবার সকাল ৮টায় আইটি কনভেনশন হলে-কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত
আয়োজিত বাছাইকৃত কর্মীদের দিন ব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথি বক্তব্য
তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট এর
সভাপতিত্বে শিক্ষা শিবিরে
বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন, জামায়াতে
ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিশ
শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ড.সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
পরিচালনা শিক্ষা শিবিরের দারসুল কুরআন পেশ করেন, জেলা জামায়াতের কর্মপরিষদ
সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল।
এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা
জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে ডা.আব্দুল মবিন,মু মাহফুজুর
রহমান,জেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান,বেলাল হোসাইন,সরওয়ার কামাল
মজুমদার, খাইরুল ইসলাম,মু.ইসরাইল মজুমদার প্রমুখ।