আমেরিকার কানেকটিকাট স্টেটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BSA) সম্প্রতি ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী বোর্ড নির্বাচন সম্পন্ন করেছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লার মেয়ে সাইয়ারা জাহান চৌধুরী। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সাইবারসিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কস প্রোগ্রামে মাস্টার্স করছেন।
BSA, ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের একটি স্বীকৃত ছাত্রসংগঠন, যা বাংলাদেশি সংস্কৃতি উদযাপন, শিক্ষার্থীদের একতাবদ্ধকরণ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করে।
নতুন নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা করছেন সদস্যরা।