নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় র্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে
গ্রেফতার হয়েছে। ২৩ এপ্রিল বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শোভানগর
এলাকা থেকে ওই সিরাজ নামে এ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় হেফাজতে
থাকা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক কারবারি সিরাজ (৫২) শোভানগর এলাকার
মৃত ইসমাইলের ছেলে।
বুধবার দুপুরে কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ উপ-পরিচালক মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি
জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে
মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।