কুবি
প্রতিনিধি: বিজয়ের ৫৪ বছর উদ্যাপন উপলক্ষে শহিদদের আত্মত্যাগ স্মরণ ও
শ্রদ্ধা জানাতে ‘রান উইথ কুবি শিবির’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা।
শনিবার (১৩
ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যাজিক প্যারাডাইস, সিসিএন,
লালমাই উদ্ভিদ উদ্যান ঘুরে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে দৌড়
কর্মসূচি শেষ হয়। এতে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শাখা সূত্রে
জানা যায়, এ কর্মসূচিতে অনলাইনে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন
করেন। এর মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
জন্য টি-শার্ট ও সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।
কর্মসূচিতে কুবি শাখা
ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম ও সেক্রেটারি মোজাম্মেল হোসেন
আবিরের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয়
কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ
ইসলাহি। এছাড়াও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ কয়েকজন সাবেক নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
শাখা সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, “শহরে অবস্থান ও
পরিবহন সংকটের কারণে অনেকেই অংশ নিতে পারেননি। এজন্য আমরা আন্তরিকভাবে
দুঃখ প্রকাশ করছি। তাদের গিফট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি
অংশগ্রহণকারী বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্রধান অতিথির বক্তব্যে
হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কর্মসূচির মাধ্যমে
গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে কাজ করে। পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা
ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি
সাম্প্রতিক এক হামলায় আহত আন্দোলনকর্মী শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য
দোয়া কামনা করেন।
