"স্মার্ট
বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে" প্রতিপাদ্যে মনোহরগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন
করা হয়। কার্যক্রমটির সমাপ্তি হবে আগামী ১৫মে।
শনিবার বেলা ১১টা
কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী
চাকমা। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
মোহাম্মদ আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডা.মো.সোলায়মান
হোসাইন, উপজেলা কৃষি অফিসার মো.মিলন, উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান,
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এ টি এম গোলাম কিবরিয়া। জনস্বাস্থ্য
পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে সপ্তাহ ব্যাপী চলবে উক্ত কার্যক্রম।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর মূল লক্ষ্য হলো-দেশের
সর্বস্থরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা। পুষ্টি সম্পর্কে যার যতটুকু
জ্ঞান অর্জিত হয়, তিনি যেন ততটুকুর বাস্তবায়ন করেন। বক্তারা বলেন-
আমাদেরকে পুষ্টিহীন সকল খাবার বর্জন করতে হবে। খাবার প্রস্তুতকারী সকল
প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতকৃত সকল খাবারে পুষ্টি নিশ্চিত করার বিষয়ে
সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সকল ধরণের ফাস্টফুড গুলোকে বর্জন করতে হবে।
পরে তারা জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৪ যথাযোগ্য ভাবে পালনে সংশ্লিষ্ট সকলের
সহযোগিতা কামনা করেন।