আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দিতে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশ জঙ্গল/ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচী গ্রহণ করেছে।
বৃহস্পতিবার
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলমের
নির্দেশনায় গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবকগণ মহাসড়কের উভয়মুখী লেনের
পাশে থাকা জঙ্গল/ঝোপঝাড় পরিষ্কার অভিযান চালায়। সপ্তাহব্যাপী এ ধরনের
সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলমের
নির্দেশে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের
নের্তৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবকগণ
মহাসড়কের পাশের জঙ্গলে বসে থেকে চলন্ত গাড়িতে রড/লোহা নিক্ষেপ করে ডাকাতি ও
ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ মহাসড়কের পাশের জঙ্গল পরিস্কারের
উদ্যোগ গ্রহণ করেন।
আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়ক সংলগ্ন আশে পাশে সকল
জঙ্গল পরিস্কার করা হবে। ঝোপঝাড় পরিস্কার হলে কোন ডাকাত, ছিনতাইকারী বা
দুষ্কৃতকারীরা রাস্তার পাশে বসে থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতে
পারবে না।
আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ যাতে
নিরাপদে ঘরে পৌঁছাতে পারে সেলক্ষ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এই ধরনের সামাজিক কার্যক্রম গ্রহণ করেছেন।