নিজস্ব
প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি
সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ
করেন।
শুক্রবার (৯ মে) বিকাল ৩ টার দিকে কুমিল্লা কান্দিরপাড়ের
পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়
এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সময়ে কুমিল্লার
ঈদগাহ মাঠ থেকে আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের
সামনে উপস্থিত হন বাংলাদেশ জামায়েত ইসলামী কুমিল্লা মহানগর শাখার
নেতাকর্মীরা। জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান
কর্মসূচিতে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ অন্যান্য নৈতিক
ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিক্ষোভ
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামীলীগকে নিষিদ্ধ করা
এখন বাংলাদেশের মানুষের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে সেটি আমাদের একমাত্র দাবী।
মিছিল
পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, এনসিপির
কেন্দ্রীয় সদস্য নাসিমুল বারী কাওসারসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা।
আওয়ামী লীগের রাজনীতি
নিষিদ্ধ করার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ
সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির
মোসলেহ উদ্দিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি
কামারুজ্জামান সোহেল, সরকারি সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন,
শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কুমিল্লা মহানগর এর সভাপতি অধ্যাপক রফিকুল
ইসলামসহ অন্যান্যরা।
একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
এবি পার্টির কুমিল্লার সদস্য সচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহবায়ক গোলাম
মোহাম্মদ মুহাম্মদ সামদানী।
একাত্মতা পোষণ করেন আন্দোলন বাংলাদেশ
কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হুসাইন, সেক্রেটারি এনামুল হক
মজুমদার, সদস্য মাও. মো. তাজুল ইসলাম, মাও. খালেদ সাইফুল্লাহ, ছাত্র
আন্দোলনের সেক্রেটারি হোসাইন আহমেদ শিহাব।