নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৪ জনকে আটক করে।
৮
মে রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদে লালারপুল এলাকার জোনাকি
হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল
ফেনসিডিল, ৭ লিটার চোলাই মদ, মদ তৈরীর কাঁচামাল, বিয়ার, মদ, ইয়াবা ও নগদ ১৭
হাজার টাকাসহ চার কারবারীকে আটক করা হয়। এ সময় এক কারবারী পালিয়ে যায়।
আটকৃতরা হলো রংপুর জেলার কাউনিয়া আল আমিন (২০) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।