প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৫৩ এএম আপডেট: ০৯.০৫.২০২৫ ১:১৭ এএম |
এস.কে.
ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিডি'র উদ্যোগে এক অনাড়ম্বর পরিবেশে হজ্জদোয়া ও
প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে ২০২৫ (মঙ্গলবার) রাতে কুমিল্লা
মহানগরীর এলিট প্যালেস টিউলিপে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আগত
হাজিদের হজযাত্রা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয়
দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। পূর্ববর্তী হাজিরা তাঁদের হজ্জ
অভিজ্ঞতা শেয়ার করেন। হজ্জের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা হয়। পাশাপাশি “ভিজ্যুয়ালাইজ হজ নির্দেশিকা” নামক একটি গাইডবুকের
মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত,
হামদ, নাত এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে প্রীতিভোজের আয়োজন এবং
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যেখানে হাজিদের
নিরাপদ যাত্রা ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
প্রতিষ্ঠানের
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হাফেজ মো. হামিম-এর সঞ্চালনায় ও চেয়ারম্যান মো.
আবু কায়সারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা
ইউসুফ মোল্লা টিপু। তিনি নিজের জন্য ও অন্যান্য হাজিদের জন্য দোয়া কামনা
করেন এবং এস.কে. ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিডি’র সেবার প্রশংসা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম মুফতি নাইমুল ইসলাম, প্রতিষ্ঠানের মোয়াল্লেম ও শাইখুল হাদীস মুফতি আবু নাইম।
অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেনমহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ভিপি হাজী জসিম
উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ,বিএনপি নেতা মো. মনির
হোসেন পারভেজ, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান,প্রখ্যাত আলেম মুফতি
আবুল হাসান রাজাপুরী, মুফতি আবুল হাসান কুমিল্লায়ি, মাওলানা আবুল খায়ের,
হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ, হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ অনেক
আলেমেদ্বীন ও বিশিষ্টজন।