শনিবার ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে কারাদন্ড, গাড়ি জব্দ ও অর্থ জরিমানা
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ এএম |



কুমিল্লার  মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা, হাসনাবাদ,  নাথেরপেটুয়া ও বিপুলাসার ইউনিয়নে রাতের অন্ধকারে কৃষিজমি নষ্ট করে অবৈধ ভেকু ব্যবহার করে মাটি কাটা ও পরিবহন করায় অভিযান চালিয়ে ৩টি মামলা দায়ের করা হয়। এতে ১জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড,২টি ট্রাক্টর, ৩টি ভেকু অকার্যকর ও ২লক্ষ টাকা নগদ জরিমানা করা হয়। বৃহস্প্রতিবার  (৮মে)দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) নাসরিন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় -উপজেলার উত্তরহাওলা, হাসনাবাদ,  নাথেরপেটুয়া ও বিপুলাসার ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধ ভেকু, ট্রাক, ট্রাক্টরের মাধ্যমে  ফসলী জমি থেকে মাটি কাটা ও বিক্রির সত্যতা পাওয়া গেছে ।ঐ এলাকার ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার গোপন ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন'কে অবগত করেন।এরই ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা মিললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ঘটনাস্থলে ১জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড,২টি ট্রাক্টর, ৩টি ভেকু অকার্যকর ও ২লক্ষ টাকা নগদ জরিমানা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০মোতাবেক  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
এসময়  সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম ও ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সাংবাদিকদের বলেন -মনোহরগঞ্জ উপজেলার সকল নাগরিককে রাষ্ট্র ও পারস্পরিক স্বার্থ নষ্ট হবে,এমন সকল কাজ থেকে দূরে থাকার অনুরোধ করেন।তিনি বলেন- আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি মর্যদার জায়গায় নিয়ে যেতে চাই।  এক্ষেত্রে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।













সর্বশেষ সংবাদ
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২