কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, গত ১৬ বছর এভাবে কোন সম্মেলন মিছিল, মিটিং করতে পারেনি জামায়াতে ইসলামী। শুধু প্রোগ্রাম নয়, বিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যেতো জালিমরা। পুলিশ, র্যাব দিয়ে নির্যাতন করা হতো। এ-তো জুলুম নির্যাতনের পরেও আমরা ধৈর্য্য ধারণ করেছিলাম। আমরা বিশ্বাস করতাম ফেরাউন কে যে আল্লাহ পতন করেছেন, সে আল্লাহ ফ্যাসিবাদের পতন করাবেন। এতো হত্যা, এতো আগুন, এতো বুলেট -- এতো কিছুর পরও ওই রাজনৈতিক দলের বিন্দু মাত্র অনুশোচনা নেই। এই ফ্যাসিবাদীদের বাংলার জমিনে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী, একটি চাঁদাবাজিমুক্ত, টেন্ডারবাজিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, কিশোর গ্যাং মুক্ত দেশ গঠন করতে চায়। তিনি বলেন বাকই উত্তর ইউনিয়ন সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই জামায়াতে ইসলামী নতুন এক বাংলাদেশ তৈরি করতে চায়, যেখানে থাকবেনা কোন বৈষম্য। কৃষক তাঁতি, কামার, কুমার, চাকুরীজীবি, ব্যবসায়ী, অন্যান্য ধর্মাবলম্বী সকলের জন্য গড়ে তোলা হবে নিরাপদ বাংলাদেশ।
শুক্রবার (৯ মে) কুমিল্লার লালমাই উপজেলার নুরপুর বাজারে জামায়াতের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাকই উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: মোতালেব হোসাইন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের অফিস সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারী মাওলানা মু: ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি মো : হাসান আহমেদ, মু. কামাল হোসেন, কবি ফারুক আহমেদ, পেরুল উত্তরের আমীর ডা. জাহাঙ্গীর আলম, কাতার প্রবাসী আলহাজ্ব এনামুল হক, প্রবীণ জামায়াতে নেতা মো: আবদুল লতিফ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বাকই উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হাফেজ ইব্রাহিম খলিল।