শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
মুরাদনগরে আবাসিক এলাকায় অবৈধ চুন কারখানার দাপট
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিষাক্ত ধোঁয়া, হুমকিতে জনস্বাস্থ্য
তরিকুল ইসলাম তরুণ
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:১১ এএম |



 মুরাদনগরে আবাসিক এলাকায়  অবৈধ চুন কারখানার দাপটকুমিল্লার মুরাদনগর উপজেলায় পরিবেশ অধিদফতরের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে চুন কারখানা। এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন ধরে এই দূষণের শিকার হয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় বসতবাড়ির মাঝখানেই স্থাপন করা হয়েছে চুন পোড়ানোর এই কারখানাটি। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দিনের পর দিন কারখানাটি পরিচালনা করা হচ্ছে, যা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন চুন পোড়ানোর সময় ঘন কালো ধোঁয়া আশপাশের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, চোখ জ্বালা, মাথাব্যথা, বমিভাব ও ত্বকের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“রাতে ধোঁয়ার মাত্রা আরও ভয়ংকর হয়ে ওঠে। জানালা-দরজা বন্ধ রেখেও দুর্গন্ধে টেকা যায় না। শিশুদের নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, দিনের তুলনায় রাতের বেলায় কারখানার কার্যক্রম আরও জোরদার করা হয়। এতে প্রশাসনের নজরদারি এড়িয়ে নির্বিঘ্নে চুন পোড়ানো সম্ভব হয় বলে তাদের ধারণা। ফলে রাতের বেলায় ধোঁয়া ও দুর্গন্ধের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।
এলাকায় বসবাসকারী অনেক পরিবার বাধ্য হয়ে নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, যা তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের বাসিন্দা মোমেন মিয়া কোম্পানীগঞ্জ বাজারের আরএফএল ব্যবসায়ী মামুন মিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া জায়গায় এই চুন কারখানাটি স্থাপন করেছেন। তবে কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, “আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী কোনো শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার অনুমতি নেই। মুরাদনগরের চুন কারখানার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এসব অবৈধ চুন কারখানা আবাসিক এলাকা থেকে অপসারণ করে নির্ধারিত শিল্প এলাকায় স্থানান্তর করতে হবে। অন্যথায় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে এবং অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২