শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬
১৭ মাঘ ১৪৩২
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
দুইদিনে বক্তব্য রাখবেন ৫ নির্বাচনী জনসভায়
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ৩০.০১.২০২৬ ১:৫৪ এএম |


আজ কুমিল্লায় আসছেন  জামায়াত আমীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতে  দুই দিনের সফরে (৩০ ও ৩১ জানুয়ারি) আজ শুক্রবারকুমিল্লা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার গুরুত্বপূর্ণ ৫টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকালে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আজ শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লার-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে লাকসাম স্টেডিয়ামে মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল মাঠে  জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পরদিন শনিবার সকাল ৯টায় জামাযাতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর নির্বাচনী আসন কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন দুপুর ১২টায় কুমিল্লা-৫ (বুড়িচং) ড.মোবারক হোসেন এর আসনের নিমসার বাজারে এবং বিকাল ২টায় কুমিল্লা-১ (দাউদকান্দি) মনিরুজ্জামান বাহলুল আসনের মডেল মসজিদ মাঠে প্রধান অতিথি বক্তব্য রাখবেন।
জামায়াত সূত্র জানায়, সফরকে ঘিরে জেলার প্রতিটি এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশগুলো সফল করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এসব সমাবেশে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার জামায়াত মনোনীত প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রতিটি সমাবেশে কয়েক লক্ষ নেতা-কর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে।
এতিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে কুমিল্লা মহানগরী। 
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিল বের করে।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা -৬ আসনের ১১দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। 
স্বাগত মিছিলে অংশ গ্রহন করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু মাহবুবর রহমান, সহকারি সেক্রেটারী যথাক্রেম কামারুজ্জামান সোহেল,কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, মহানগর জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন,অধ্যাপক জাকির হোসেন, এজিএস শহিদুল ইসলাম,
চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে শনিবার সকালে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু করে সৈয়দপুর রাস্তার মাথায় নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 
‎মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন সেক্রেটারি আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওঃ ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।  ‎
উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রতিদিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে স্বাগত মিছিল করছে দলের উৎফুল্ল নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদেক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। 
এছাড়াও উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্নস্থানে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
আবদুস সামাদ ফাউন্ডেশন আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আগে বাসের ভেতর থেকে নামেন, বাংলাদেশকে চিনেন
কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের জন্য ভোট চাইলেন গায়ক আসিফ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২