নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার
নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে
বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলম নামে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকে লাশ
উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে
পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুকুরে ভেসে উঠা
মরদেহটি জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পন্ডিত বাড়ির মিশুক
ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম ওরফে জাফর ইকবালের (৪০) বলে নিশ্চিত করেছেন তার
স্বজনেরা।
৩ কন্যা সন্তানের জনক জাহাঙ্গীর আলম গত ৪দিন থেকে নিখোঁজ
ছিলেন। জাহাঙ্গীর আলমের স্বজনেরা আনেক খোজাখুজি করেলেও তার কোন সন্ধান
মেলেনি। আজ পাশ্ববর্তী দৌলখাড় গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায়
উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি
দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাঙ্গলকোট
থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে নিহতের পিতা আবুল
কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা তদন্তের মাধ্যমে আসামি
চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি।
