কুমিল্লা-৯
লাকসাম মনোহরগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে
সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা। কুমিল্লা- ৯ আসনে
বিএনপি মনোনীত প্রার্থী দলটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বৃহষ্পতিবার
সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দুই
প্রার্থী এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষনা দেন। এই দুই প্রার্থীর
মধ্যে সমন্বয় করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনি সমন্বয়ক দলের
চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
মনোনয়নপত্র সংগ্রহের
আগেও আবুল কালাম ও সামিরা আজিম দোলার মধ্যে কেন্দ্রিয় নেতৃবৃন্দের মাধ্যমে
সমঝোতা হয়। কিন্তু কিছু দিন পরই ভেস্তে যায় এবং ওই আসনের সাবেক এমপি
প্রয়াত আনোয়ারুল আজিমের কন্যা বিদ্রোহ করে প্রার্থী হতে চান। পরে
সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন। মনোনয়ন বৈধতা
পেলে তিনি ফুটবল প্রতীকে প্রচারণাও চালান। প্রচারণা শুরু হওয়ার আট দিন পর
আবারো তাদেরকে এক মঞ্চে বসালেন দলীয় নেতৃবৃন্দ।
মঞ্চে নির্বাচনি
সমন্বয়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন,' আমিও প্রার্থী হয়েছিলাম কিন্তু দল
ও দেশের স্বার্থে ছাড় দিয়েছি। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে আজ
সামিরা আজিম দোলাও প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে এসে ধানের শীষের পক্ষে কাজ
করবে বলে কথা দিয়েছে।'
পরে বক্তব্যে সামিরা আজিম দোলা বলেন,'দলের স্বার্থে আমিও সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমার নেতাকর্মীদের বিএনপির জন্য কাজ করতে বলেছি।'
বিএনপি
মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন,' আমি আগেও সামিরা আজিম দোলাকে সাথে নিয়ে
কাজ করার আহ্বান জানিয়েছিলাম। তারপর আজকে আবারও চেয়ারম্যানের নির্দেশে
নির্বাচনি সমন্বয়কের মাধ্যে আমরা তাকে এক সাথে পাচ্ছি। আশা করি আমরা সবাই
একসাথে বিএনপিকে জয়ী করতে পারবো।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির
সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ লাকসাম-
মনোহরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।
