নিজস্ব
প্রতিবেদক: নির্বাচনী মাঠে সহিংসতা এড়ানো ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে
কুমিল্লা ও চাঁদপুরে ৪৭টি প্লাটুনে ৭৫০ জনের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা
হয়েছে। দুই জেলার মোট ১৪টি নির্বাচনী আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়
প্রতিটি উপজেলায় ন্যূনতম দুইটি করে এবং ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে
প্লাটুন দায়িত্ব পালন করবে।
নজরদারি জোরদারে প্রতিটি প্লাটুনে বডি
ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, মোবাইল ফোনের মাধ্যমে
সার্বক্ষণিক পর্যবেক্ষণ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও
যৌথ অপারেশন পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি বলেন,
কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি নির্বাচনী আসনে নির্বাচনকালীন
নিরাপত্তার দায়িত্বে থাকবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। নির্বাচনকে
সামনে রেখে ২৯ জানুয়ারি থেকেই বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। সব মিলিয়ে ২২টি উপজেলায় ২২টি
বেইজ ক্যাম্পে মোট ৪৭টি প্লাটুন মোতায়েন থাকবে।
নির্বাচনী নিরাপত্তা আরও
জোরদার করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রগুলোতে রেকি (প্রাথমিক
নিরাপত্তা যাচাই) কার্যক্রম শুরু হবে, যা ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।
প্রেস
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জনগণের আস্থা ও
বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাচন যেন
শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়। সে লক্ষ্যে বিজিবি
সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
