কুমিল্লার
লালমাইয়ে ব্র্যাক কর্তৃক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে দক্ষ
পরিকল্পনা, বাস্তবায়ন ও বিশ্লেষণ, এবং জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত
ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭
জানুয়ারি বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য সম্মেলন কক্ষে ব্র্যাকের জলবায়ু
পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. এনামুল হক। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ উপস্থাপন করেন
মেডিকেল অফিসার তানজিনা জেরিন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা :
সজীব ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডা: সৈয়দ হাবিবুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রকল্পের প্রোগ্রাম অফিসার
মো: ফরহাদ হোসেন মজুমদার।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে
স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য
করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব
জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি
মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ
সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
