দীর্ঘ
২৫ বছর পর আবারও ভোটাধিকার প্রয়োগের আশায় দেশে ফিরেছেন প্রবাসী তরুণ
সমাজসেবক মাসুক আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে তিনি
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন
জসিমের পক্ষে ভোট দিতে ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নির্বাচনের এক মাস
আগে দেশে এসেছেন। মাসুক আলম জানান, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি
জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পান। সে সময় তিনি বিএনপি মনোনীত
প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনের পর
দেশে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ না থাকায়,
দেশে অবস্থান করলেও তিনি আর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি বলেন,
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর ও
গ্রহণযোগ্য নির্বাচন হবে—এমন প্রত্যাশা থেকেই দ্বিতীয়বারের মতো ভোট দিতে
দেশে ফিরেছি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাসুক আলম বলেন, তিনি এবারও
কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ধানের
শীষ প্রতীকে ভোট দেবেন এবং দলের হয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। এ সময় তিনি
বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি
আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা দেশে আছেন বা প্রবাসে অবস্থান করছেন, সবাই
যেন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষে
ভোট দিয়ে এই জনপদের মানুষের সেবার সুযোগ করে দেন। জসিম উদ্দিন জসিম
সম্পর্কে মাসুক আলম বলেন, তিনি গত ৩০ বছর ধরে এ এলাকার বিএনপি ও
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
সুখে-দুঃখে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষের সঙ্গে ছিলেন। করোনা
মহামারি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।তিনি আরও
বলেন, জসিম উদ্দিন জসিম বসন্তের কোকিল নন। তিনি এই মাঠে ছিলেন, আছেন এবং
আজীবন থাকবেন। তিনি এই জনপদের মাটি ও মানুষের নেতা। সবশেষে মাসুক আলম আগামী
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ
হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, মাসুক আলম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের
বাসিন্দা। তিনি মরহুম মন্তাজ উদ্দিনের ছেলে এবং বর্তমানে সৌদি আরব প্রবাসী
একজন তরুণ সমাজসেবক।
