শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২
কুমিল্লা-৫ জসিম উদ্দিনকে নিয়ে আশাবাদী ব্রাহ্মণপাড়ার প্রবাসী মাসুক আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২৩ এএম |



 কুমিল্লা-৫ জসিম উদ্দিনকে নিয়ে  আশাবাদী ব্রাহ্মণপাড়ার  প্রবাসী মাসুক আলমদীর্ঘ ২৫ বছর পর আবারও ভোটাধিকার প্রয়োগের আশায় দেশে ফিরেছেন প্রবাসী তরুণ সমাজসেবক মাসুক আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট দিতে ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নির্বাচনের এক মাস আগে দেশে এসেছেন। মাসুক আলম জানান, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পান। সে সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনের পর দেশে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ না থাকায়, দেশে অবস্থান করলেও তিনি আর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে—এমন প্রত্যাশা থেকেই দ্বিতীয়বারের মতো ভোট দিতে দেশে ফিরেছি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাসুক আলম বলেন, তিনি এবারও কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং দলের হয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। এ সময় তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা দেশে আছেন বা প্রবাসে অবস্থান করছেন, সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষে ভোট দিয়ে এই জনপদের মানুষের সেবার সুযোগ করে দেন। জসিম উদ্দিন জসিম সম্পর্কে মাসুক আলম বলেন, তিনি গত ৩০ বছর ধরে এ এলাকার বিএনপি ও নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষের সঙ্গে ছিলেন। করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।তিনি আরও বলেন, জসিম উদ্দিন জসিম বসন্তের কোকিল নন। তিনি এই মাঠে ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন। তিনি এই জনপদের মাটি ও মানুষের নেতা। সবশেষে মাসুক আলম আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, মাসুক আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মন্তাজ উদ্দিনের ছেলে এবং বর্তমানে সৌদি আরব প্রবাসী একজন তরুণ সমাজসেবক।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উনাকে আগেইবলেছিলাম, ঋণ পরিশোধ করেছেনকি না?’
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী বহিস্কার
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২