কুমিল্লার
মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছাালে
ছাওয়াল মাহফিল আগামী ২২ ও ২৩ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে।
মাহফিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল
রোববার দুপুরে দরবার শরীফ প্রাঙ্গণে এক প্রশাসনিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও অধ্যক্ষ মাওলানা মাহমুদুর
রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ
সুধীজন অংশ নেন।
পরামর্শ সভায় মাহফিল চলাকালীন ধর্মপ্রাণ মুসল্লিদের
সুবিধার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সার্বিক নিরাপত্তা
ব্যবস্থা জোরদার, যানজটমুক্ত সড়ক যোগাযোগ, জরুরি মেডিকেল ও অ্যাম্বুলেন্স
সার্ভিস এবং ফায়ার সার্ভিসের প্রস্তুতিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে
বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক কর্মকর্তারা মাহফিলের সার্বিক
ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায়
উপজেলা প্রশাসনের প্রতিনিধি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান
খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম
মানিক, উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন ভুইয়া, ফায়ার সার্ভিসের
ইনচার্জ আমজাদ হোসেন, বাঙ্গরা বাজার থানার এসআই নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ
সমিতি বাঙ্গরা জোনাল অফিসের এজিএম দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার আজাদুর
রহমান।
এছাড়াও সভায় বাংলাদেশ তালীমে হিযবুল্লাহর ভারপ্রাপ্ত মহাসচিব
মাওলানা শফিউল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোশাররফ
হোসেন, বিল্লাল হোসেন, বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি
মাওলানা সাইদুল ইসলাম মাহমুদী, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান
সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, ইউপি সদস্য গোলাম কিবরিয়া
এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা
মেহেদী হাসানসহ দরবার শরীফের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
