
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি
পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১২
জানুয়ারী (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে
পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার
মো: আনিছুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারি
পরোয়ানা ভুক্ত বিভিন্ন এলাকার আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত
আসামীরা হলো, শশীদল ইউনিয়নের মানোরা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী নাজমা
বেগম, উত্তর তেতাভূমি গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মায়া বেগম(৫০), মালাপাড়া
ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ জালাল, পূর্ব চন্ডিপুর
গ্রামের মোঃ বাশার এর ছেলে মোঃ কামাল হোসেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
আসামিদেরকে যথাযথ স্কট দিয়ে কুমিল্লা বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ
সেলিম সত্যতা নিশ্চিত করেন।
