নিজস্ব
প্রতিবেদক।। নির্বাচন কমিশনে আপিল শুনানিতে কুমিল্লা-৪ ও ৬ আসনের ইসলামী
আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থীসহ আরও ৩ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে
পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) শুনানির পঞ্চমদিন তাদের আপিল শুনানি শেষে
নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে এদিন কুমিল্লা-৬
সদর আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-২
(হোমনা-তিতাস) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের প্রার্থিতার
বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন।
কুমিল্লা জেলা
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার আপিল শুনানিতে
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আঃ
করিম, কুমিল্লা-৬ সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ
হারুনুর রশিদ ও মুক্তি জোটের প্রার্থী সজল কুমার কর।
অন্যদিকে,
কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর
প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি'র
প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা-২
(হোমনা-তিতাস) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসনের
এপিএস আব্দুল মতিনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের বিএনপি'র
মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভাইয়া। বুধবার নির্বাচন কমিশন দুটি আপিলই
নামঞ্জুর করে প্রার্থিতা বহাল রাখেন।
তথ্যগুলো নিশ্চিত করে কুমিল্লা
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান,
নির্বাচন কমিশনে কুমিল্লার ৫টি আপিল শুনানি হয়। শুনানি শেষে তিন প্রার্থীর
প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এছাড়া দুই প্রার্থীর প্রার্থিতার বিরুদ্ধে করা
আপিল নামঞ্জুর করেন নির্বাচন কমিশন।
সূত্র মতে, কুমিল্লার ১১টি সংসদীয়
আসন থেকে মনোনয়ন বাতিল ও বৈধতার বিরুদ্ধে মোট ২৬টি আপিল দাখিল করেন
নির্বাচন কমিশনে। গত শুক্রবার ৯ জানুয়ারি কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে
এনসিপির মনোনীত প্রার্থী আবুল হাসানাত (হাসনাত আব্দুল্লাহ) এর মনোনয়ন
বৈধতার বিরুদ্ধে আপিল করেন একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল
আহসান মুন্সী। এদিন কুমিল্লা-৬ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির
প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মনোনয়ন বৈধতার
বিরুদ্ধে আপিল করেন একই আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
অন্যদিকে
হলফনামায় মামলার তথ্য গোপন রাখার অভিযোগে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই)
আসনের বিএনপির মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থীতা বাতিল চেয়ে
নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ
সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী নুর আলম সিদ্দিকী।
কুমিল্লার ১১ টি আসনের
বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন বাতিল এবং বৈধতার বিরুদ্ধে নির্বাচন
কমিশনে আপিল দায়ের করা হয়েছে। তার মধ্যে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির
মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের
বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর, কুমিল্লা-৬ সদর আসনের
বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের
বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদার প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল
জমা পড়ে নির্বাচন কমিশনে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঋণখেলাপির তথ্য
গোপন, দ্বৈত নাগরিকত্ব এবং সরকারি অর্থ আত্মসাৎ সহ আরো নানা অভিযোগ।
এদিকে
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা ৩ মুরাদনগর আসনের জামায়েত মনোনীত
প্রার্থী ইউসুফ সোহেল, কুমিল্লা- ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র
প্রার্থী সামিরা আজিম দোলা, কুমিল্লা-৬ সদর আসনের বাসদের প্রার্থী কামরুন
নাহার সাথী, একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারুনুর রশিদ, কুমিল্লা-৪
আসনের ইসলামী আন্দোলনের আব্দুল করিম ও কুমিল্লা১০ আসনের স্বতন্ত্র
প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।
