ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গমণ ও
গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে "গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার" নামে
কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার (১৮
জানুয়ারি) বিকাল চারটায় কুমিল্লা টাউন হল মাঠে এ আয়োজন থাকবে। বাংলাদেশ
বেতার, কুমিল্লা'র সহকারী বার্তা নিয়ন্ত্রক রায়হানা আক্তার স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মু: রেজা হাসান।
অতিথি
থাকবেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি থাকবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর
রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) শাহনাজ বেগম।
এছাড়া
অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার, কুমিল্লা কেন্দ্রের
আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ, ও
সহাকারী বার্তা নিয়ন্ত্রক রায়হানা আক্তার এবং বিভিন্ন সরকারী দপ্তরের
প্রধান, বুদ্ধিজীবি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ
শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারন করে, সাধারণ
ভোটারদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটদানে
উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জাতীয় ও স্থানীয়
পর্যায়ের জনপ্রিয় শিল্পীবৃন্দ ও চ্যানেল আই তারকা খায়রুল ওয়াসী। অনুষ্ঠানে
আপনারা সকলে আমন্ত্রিত।
