
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ট্রাকের ধাক্কায় তাজুল ইসলাম (৪৭) নামে একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চান্দলা
ইউনিয়নের কুমিল্লা–মিরপুর সড়কের সবুজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার বাসিন্দা। তিনি মৃত আবদুল গাফফারের ছেলে।
প্রত্যক্ষদর্শী
ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম একটি অটোরিকশায় করে সবুজপাড়ায়
যান। সেখানে নেমে সড়কের পাশে দাঁড়ানোর সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী
একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে
উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার
অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত
থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
