
আসন্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপ আয়োজন করায় লঙ্কান
প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় পিছিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তবে আসন্ন
আসরের জন্য বিশ্বকাপের পরপরই প্রস্তুতি শুরু করবে।
এলপিএলের আগামী আসরে
কিছু পরিবর্তন আনছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এলপিএলের আগামী আসরের আগে
নিলাম হবে না। ড্রফটের মাধ্যমে দল সাজানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২২ মার্চ হবে এই ড্রাফট।
এবারই প্রথম যে ড্রাফট হচ্ছে তা কিন্তু নয়। এর
আগে ২০২২ সালেও ড্রাফট হয়েছিল এলপিএলে। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে
জানিয়েছে, ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ও বিদেশি উভয় ধরনের
খেলোয়াড়ই বেছে নিতে পারবে। তারা আরো জানায়, ড্রাফট প্রক্রিয়া টুর্নামেন্ট
পরিচালনায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়েছে।
ড্রফটের পর মাস
তিনেক সময় থাকছে দল গুছিয়ে মাঠে নামার জন্য। এলপিএলের ষষ্ঠ সংস্করণের পর্দা
উঠবে আগামী ৮ জুলাই। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।
