কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকাভারী ইমারজেন্সী
প্রিপেয়ার্ডনেস এন্ডরেসপন্স প্রজেক্ট এর আওতায় প্রদর্শনী ভুক্ত কৃষক
কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি)
বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে
বিভিন্ন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের
৪২ জন কৃষাণ-কৃষাণীদের মাঝে উপকরণ ও প্রদর্শনী বিতরণ করা হয়। এছাড়া উপকরণ
হিসাবে প্রত্যেককে ২০ প্রকারের সবজি বীজ, ৬টি করে ফলের চারা, জৈব ও
রাসায়নিক সার, নেট, ঝাঁঝড়ি, বীজ সংরক্ষণের জন্য ড্রাম ও সাইনবোর্ড বিতরণ
করা হয়। প্রদর্শনী বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ
আবদুল মতিন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমান,
উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, উপসহকারি
কৃষি কর্মকর্তা কৃষিবিদ তফাজ্জল হোসেন, শামীমুল ইসলাম, রেদোয়ানুর রহমান
মোজাম্মেল হোসেনসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল মতিন বলেন, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী
বিতরণের আগে কৃষাণ-কৃষাণীদের মাঝে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এই বাগানের
মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে সবজি বিক্রি করে লাভবান
হওয়া যায়। আশা করা যাচ্ছে আবহাওয়া ও সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হবে।
