কুমিল্লার বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
এ
সময় উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক একেএম আমিনুল ইসলাম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির
অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
জামসেদ আলম, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ,
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ভরাসার বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শ্রীমন্তপুর এম এ ছাত্তার
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, পীরযাত্রাপুর উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম খান, আবিদপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ
নেয়ামত উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী
শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
অনুষ্ঠানের অতিথিগণ। এসময় বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে
খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ,
নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
