শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২
ঋণ খেলাাপীদের ঘুম হারাম করে ছাইড়া দেব : হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:১৭ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ২:৪৯ এএম |

  ঋণ খেলাাপীদের  ঘুম হারাম করে  ছাইড়া দেব  : হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা ঋণ খেলাপী করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি। নিজেরই টাকা দেয়ার মুরোদ নাই আবার আসছে জনসেবা করতে। এ রকম ১৭শ’ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থী আছে,  ৫০০ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থীও আছে তাদেরকে একটি দল মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাাপীদের ঘুম হারাম করে ছাইড়া দেব। এই ঋণ খেলাপীদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। চাদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। 
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচিত হই আর নাই হই, বাংলাদেশের জনগণের সঙ্গে যারা প্রতারণা করে যারা বাংলাদেশের টাকা নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরাম আয়েশে জীবন কাটায় তাদের জীবনকে নরক বানিয়ে ফেলব। বাংলাদেশের জনগণের টাকায় ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোন সুযোগ আমরা দেব না। আমরা সবাই এক সঙ্গে মিলে যারা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে থাকব আমরা তারাই সংসদে যাবো ইনশাল্লাহ। 
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একজন চাঁদাবাজ না হয় নির্বাচনের জন্য ১০ লক্ষ টাকা দিবে, এই চাঁদাবাজের ১০ লক্ষ টাকা নিয়ে এখানে এতোগুলো মানুষ যারা আমার ওপর বিশ^াস রাখছে তাদের সঙ্গে নিমকহারামি করার কোন সুযোগ আছে?  টাকা লাগলে দরকার হলে জনগণের কাছে ভিক্ষা চাইব জনগণ দিবে একজন চাঁদাবাজ থেকে ১০ লক্ষ টাকা নেয়ার চেয়ে সবার কাছ থেকে ভিক্ষা চাইলে আমি বিশ^াস করি ১০ লক্ষ টাকা তোলা সম্ভব।  
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের জিতানোর জন্য দেখবেন দেবিদ্বারের সবাই এক হয়েছে  আবার আমরা যেন হেরে যাই সেটার জন্য সব চাঁদাবাজ এক হইছে, সব মাটিখোর এক হইছে, বাজার থেকে যারা তোলা তুলে তারা এক হইছে সাথে সাথে এক হইছে বিদেশী কিছু শক্তি, কিন্তু জনতা যদি এক হইয়া যায় দুনিয়ার তাবৎ এক শক্তি মিলেও জনতাকে ঠিকাতে পারবে না । আমরা জনতার ওপর নির্ভর করে ক্ষমতাকে প্রশ্ন করে আগামীতে সংসদে যাব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ে অপূরণীয় যে স্বপ্ন আমরা সে স্বপ্নকে অবশ্যই পূরণ করব।
 হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপিগুলো হবে ওনি সংসদে গিয়ে সবগুলোকে দৌড়ের ওপরে রাখবে আমরা এ হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করব । হাদি ভাইয়ের যে অসিয়ত তার হত্যার বিচার করা আমরা সে বিচার এই বাংলাদেশেই করবই।  যে বিদেশী শক্তি এ দেশের অভ্যান্তরীণ শক্তি মিলে আমাদের এই ভারতের গুন্ডামীর বিরুদ্ধে আপোসহীন কণ্ঠ যে যারা থামিয়ে দিয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে। 
প্রবাসী সাংবাদিক রস্তম খানের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক মো. রুহুল আমিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির মো.ফেরদাউস আহমেদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন প্রমুখ।   
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার আসনে-আসনে বিএনপিতে অস্থিরতা
সংসদ নির্বাচন ও গণভোট কুমিল্লায় ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ঋণ খেলাাপীদের ঘুম হারাম করে ছাইড়া দেব : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১১ আসনে প্রার্থীতা বাতিল ও বৈধতার বিরুদ্ধে ২০ আপিল
কুমিল্লা-১ ও ২ সংসদীয় আসন আগের মতো পুনর্বহালের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কুমিল্লার আসনে-আসনে বিএনপিতে অস্থিরতা
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২