কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইয়াং
স্টার ক্লাবের উদ্যোগে নবম বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ১
জানুয়ারি ২০২৬ তারিখে ক্লাবের ৬০ জন সদস্যকে নিয়ে এই আনন্দ ভ্রমণের আয়োজন
করা হয়। এ বছর সংগঠনটির এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ ভ্রমণের গন্তব্য
ছিল পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। সিনিয়র ও জুনিয়র সদস্যদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ভ্রমণটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও
পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়৷ উল্লেখ্য, ইয়াং স্টার ক্লাব গত ১২ বছর ধরে
সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে মেডিকেল ক্যাম্প আয়োজন, দরিদ্র ও
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং অসহায়
পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগ। সামাজিক উন্নয়ন ও মানবিক
কার্যক্রমে ইয়াং স্টার ক্লাবের এ ধরনের ধারাবাহিক ভূমিকা স্থানীয়ভাবে
প্রশংসিত হচ্ছে।
