কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের
মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ
প্রাঙ্গণে ২০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা
হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
মোহাম্মদ শাহাব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চান্দলা ইউনিয়নের ট্যাগ
অফিসার মো. সফিকুল ইসলাম। কম্বল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ
শাহাব উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাপ্ত কম্বলগুলো ইউনিয়নের
প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতার
তুলনায় কম্বলের সংখ্যা সীমিত হলেও সবচেয়ে বেশি প্রয়োজন এমন পরিবারগুলোকে
অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো.
শিপন মিয়া, মো. আলমগীর সরকার, পরিষদের হিসাবরক্ষক উজ্জ্বল চক্রবর্তী,
গ্রামপুলিশের সদস্যরা এবং কম্বলপ্রাপ্ত উপকারভোগীরা।
