কুমিল্লার
লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও শেষে
পুরস্কার বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে এ
প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতার
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে
তাহমিনা মিতু।
শীতকালীন এই প্রতিযোগিতায় ক্রিকেট,অ্যাথলেটিক,
ব্যাডমিন্টন, ভলিবল,দৌড়, লাফ,দড়ি লাফ ও বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা পর্যায়
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার
শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন ইভেন্টে
শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি
হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী
কমিশনার(ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল
ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিন্টু মজুমদার, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো : মনির হোসেন,দৗলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল
হোসেন মজুমদার, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল
করিম,বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক
হোসেন,মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, ভাবকপাড়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : শহীদ উল্যাহ, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোস্তফা জামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগমারা উচ্চ
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবির।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান
অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন,শারীরিক ও
মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের লেখাপড়ার
পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ ও দক্ষ নাগরিক
হিসেবে গড়ে তুলতে এবং একটি সুন্দর দেশ বিনির্মানে খেলাধূলা গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্কুল ও মাদ্রাসা
শিক্ষকদের মধ্যে রশি টান প্রতিযোগিতায় স্কুল শিক্ষকরা বিজয়ী হন। এছাড়া
ক্রিকেট খেলায় ছেলেদের উপজেলা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন হরিশ্চর ইউনিয়ন
হাই স্কুল এন্ড কলেজ ও ক্রিকেটে মেয়েদের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন
সুরুজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে
পুরস্কার বিতরণ করা হয়।
