চৌদ্দগ্রাম
প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের
শ্রীপুর ইউনিয়নের কৈয়নী গ্রাম ইউনিট জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠোন বৈঠক
অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আশেপাশের কয়েকটি বাড়ির ভোটাররা স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ করেন। জামায়াতে ইসলামীর নির্বাচনী কেন্দ্রের প্রতিটি পাড়া ও বাড়ি
ভিত্তিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে কৈয়নী পূর্ব পাড়া
মজুমদার বাড়ি মসজিদের সামনে মাঠে এ উপলক্ষে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান
অতিথি ছিলেন কুমিল্লা জেলা (দক্ষিণ) আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
বিশেষ
অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, শ্রীপুর
ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম, সাবেক ছাত্র নেতা মনির হোসাইন,
ছাত্র শিবির সাবেক কুমিল্লা জেলা সভাপতি মহি উদ্দিন রনি, যুব বিভাগ শ্রীপুর
ইউনিয়ন সভাপতি মোঃ রবিউল হোসেন মিলন, সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন মজুমদার
প্রমুখ।
