কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মজিদপুর
গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টুর উদ্যোগে আজ
বুধবার (৭ জানয়ারি) সকাল দশটায় মজিদপুর জামি, আ মাগমুদিয়া মাদ্রাসা ও
এতিমখানা মাঠে ১২ শ শীতার্তদের এই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
আব্দুল
হালিম মিন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপি সাবেক
সভাপতি মনিরুল হক তপন ভূইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু
মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া,মনির হোসেন ভূইয়া। এছাড়াও আরও
উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন আনু,আবুল কাশেম বাবুল ভূইয়া,জুয়েল সিকদার,
আমিরুল ইসলাম মনু মেম্বার, নজরুল ইসলাম আয়ুব খান প্রমুখ।
শীত বস্ত্র
বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথি কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে স্বতন্ত্র
প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, উপস্থিত সকল শীতার্তদের কাছে দোয়া
চেয়েছেন।
