বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
হেডের পর স্মিথের সেঞ্চুরি, সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ এএম |


 হেডের পর স্মিথের সেঞ্চুরি, সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

সিডনি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৮৪ রানের জবাবে ৩৬৬ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখনও মনে হচ্ছিল, ইংলিশরা দারুণভাবে লড়াইয়ে আছে।
কিন্তু ট্রাভিস হেডের পর স্টিভেন স্মিথও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে বসিয়ে দিলেন চালকের আসনে। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়েছে অজিরা। এরই মধ্যে লিড ১৩৪ রানের।
স্টিভেন স্মিথ ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ১২৯ রানে। তার সঙ্গে ৪২ রান নিয়ে ব্যাট করছেন বিউ ওয়েবস্টার। অস্ট্রেলিয়ার চোখ দুইশোর্ধ্ব লিডে।
এর আগে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৯১ রানে অপরাজিত ট্রাভিস হেড তার ইনিংসটা নিয়ে যান ১৬৩ পর্যন্ত।
সিডনিতে চলমান অ্যাশেজ সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড। একই সঙ্গে তিনি হয়ে উঠলেন ম্যাথু হেইডেনের পর ঘরের মাঠে অ্যাশেজে সর্বাধিক সেঞ্চুরি করা অজি ওপেনার। হেইডেন এই কীর্তি গড়েছিলেন ২০০২-০৩ মৌসুমে।
এদিন হেড আরেকটি ঐতিহাসিক মাইলফলকও ছুঁয়েছেন। তার বিধ্বংসী শতক দিয়ে তিনি স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছর পুরোনো এক রেকর্ড ছাড়িয়ে গেছেন। ১৬৬ বলে ২৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬৩ রানের ইনিংস খেলেন হেড।
এতে করে অ্যাশেজ ইতিহাসে দ্রুততম ১৫০ রানের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন হেড। তিনি ১৫০ পূর্ণ করেন ১৫২ বলে, যেখানে ব্র্যাডম্যান ১৯৩০ সালে লর্ডসে এই কীর্তি গড়েছিলেন ১৬৬ বলে। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় দু’বার জায়গা পাওয়া একমাত্র ব্যাটার ট্রাভিস হেড।এর আগে ২০২১ সালে ব্রিসবেনে তিনি ১৪৩ বলে ১৫০ করেছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
চৌদ্দগ্রামে মাটির ট্রাক্টর চাপায় কিশোর নিহত
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় এন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করব-দ্বীন মোহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২