লুটপাট,
চাঁদাবাজি ও অনিয়মমুক্ত কুমিল্লা গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। রোববার
(৪ জানুয়ারি) কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও
সেনানিবাস এলাকা) আসনে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক ও
নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।
দিনের কর্মসূচির
অংশ হিসেবে বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ
এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন কাজী দ্বীন
মোহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর
মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান ও মহানগর
ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ।
অনুষ্ঠানে মহানগর আমীর মাস্টার ফকরুল
ইসলাম, সেক্রেটারি মো. ফারুক আহমেদ, মাওলানা হারিছুর রহমানের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান আরিফুর রহমান
ভূঁইয়া, মো. নুর আলম, আব্দুর রহিম, মজিবুর রহমান, মো. জোবায়েরসহ স্থানীয়
নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩টায় টমছম ব্রিজ গ্রীন ক্যাসেলে মহিলা সমাবেশে
বক্তব্য দেন কাজী দ্বীন মোহাম্মদ। পরে বিকেল ৪টায় পাঁচথুবী ইউনিয়নের শিবির
বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদেরসহ
স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৬টায় রূপসী বাংলা কলেজ
অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক পরিষদের নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটি কুমিল্লার
প্রধান উপদেষ্টা ও কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন
মোহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর
রহমান বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে চাঁদাবাজিমুক্ত কুমিল্লা গড়তে
সবাইকে এগিয়ে আসতে হবে।
মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন বলেন, সব প্রার্থীর কথা শুনে, তাদের কর্মসূচি দেখে ও বুঝে জনগণকে ভোট দিতে হবে।
প্রধান
অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “এক টাকাও জনগণের আমানতের
বাইরে যাবে না। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন-এক হাতে সার্টিফিকেট, আরেক
হাতে চাকরি-এই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। বেকার ভাতা নয়, বেকার সমস্যা
সমাধানে চাকরি ও উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। দেশ গড়তে যুবকদেরই সবচেয়ে বেশি
প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আপনারা যদি লুটপাটমুক্ত কুমিল্লা চান, তবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন এবং জুলাই বিপ্লবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন।”
