ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সোমবার (৫ জানুয়ারি) উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাওসার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন। মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ৪ বারের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি।
উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি,সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মৌশান,ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, চান্দলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শশীদল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন বাবু,সিনিয়র সহ সভাপতি জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
