বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(বাইউস্ট), কুমিল্লা-এর কালচারাল ক্লাব কর্তৃক ফল-২০২৫ সেশনের বিদায়ী
শিক্ষার্থীদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
করা হয়। ৫ জানুয়ারি বাইউস্ট অডিটরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত
হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার
জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি । প্রধান অতিথিকে উষ্ণ
অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি সকল বিদায়ী
শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল
হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি,
পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ),
অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী
শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাইউস্ট কালচারাল ক্লাব
কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির
সমাপ্তি ঘটে।
