বুধবার ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২
নির্বাচন বানচালের চেষ্টা হলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১২ এএম |


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনও ধরনের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, নির্বাচন বানচালের যেকোনও অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্র্বতী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রসহ যেকোনও স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অবাধ প্রবেশের অধিকার থাকবে। এছাড়া, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি প্রচারকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠপর্যায়ে সমন্বিত গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি। 
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এই চাঞ্চল্যকর মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হবে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে বর্তমান সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” 
সারা দেশে অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে চলমান বিশেষ অভিযান সম্পর্কে উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মোট ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টসহ মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮০৪ জনে। অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে গত ডিসেম্বর মাসে ৬৫৮টি মামলা ও ১,৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চলমান শৈত্যপ্রবাহে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন মালিক ও চালকদের সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
তিতাস উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে প্রধান শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে কুমিল্লা অঞ্চল থেকে ৫টি আপিল দায়ের
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
কুমিল্লায় প্রথমবার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে আধুনিক এন্ডোস্কোপিক এডেনোটনসিলেকটমি
চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা
গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২