বুধবার ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২
সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ১:৪৭ এএম |


সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড

নোয়াখালী ওয়ারিয়র্সকে লজ্জার রেকর্ডে ফেলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটানস। বল হাতে একাই নোয়াখালীর ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিয়েছেন পাঁচটি উইকেট। তাতেই এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করেন নাসুম আহমেদ। উইকেট নিয়েছেন পাঁচটি। বিপিএলে স্পিনারদের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার।
এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে সাকিব খরচ করেছিলেন ১৬ রান। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সাকিব। অবশ্য এত ভালো বল করেও দলকে জেতাতে পারেননি সাকিব। রংপুরের কাছ ৩ রানে হেরেছিল ঢাকা।
এদিকে বিপিএলর ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি পেসার তাসকিন আহমেদের দখলের। বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান খরচ করে একাই সাতটি উইকেট নিয়েছিলেন তিনি। তালিকার দুই নম্বরে অবস্থান মোহাম্মদ আমিরের ১৭ রানের খরচায় তিনি নেন ছয়টি উইকেট।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
তিতাস উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে প্রধান শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে কুমিল্লা অঞ্চল থেকে ৫টি আপিল দায়ের
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
কুমিল্লায় প্রথমবার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে আধুনিক এন্ডোস্কোপিক এডেনোটনসিলেকটমি
চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা
গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২