
এয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার সকাল থেকে কুমিল্লার বিভিন্ন
সংসদীয় আসনের যাচাই-বাছাই করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মু.
রেজা হাসান। এ সময় বিভিন্ন সংসদীয় আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন। কুমিল্লা - ৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া)
আসনের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের মোট ১০ জন প্রার্থী
অংশগ্রহণ করছে। তার মধ্যে একজনের প্রার্থীতা বাতিল এবং একজনের প্রার্থীতা
স্থগিত করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ হিল কাফির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে প্রাথমিক পর্যায়ে।
অন্যদিকে ইসলামী আন্দোলন মোঃ রাশেদুল ইসলাম প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে মনোনীত হয়েছেন
ধানের শীষ প্রতীকে হাজী জসিম উদ্দিন জসিম, বাংলাদেশ জামাতে ইসলামের
প্রার্থী ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক, এবি পার্টির ঈগল প্রতীক
নিয়ে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে মোঃ
এমরানুল হক, বাংলাদেশ মুসলিম লীগ আবুল কালাম ইদ্রিস, জেএসডি শিরিন আক্তার,
ইসলামিক বিপ্লব বাংলাদেশ তানজিল আহমেদ,এনসিপির আবুল বাশারকে বৈধ ঘোষণা করা
হযেছে।এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা
জাহান,বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, নির্বাচন অফিসার
মিজানুর রহমান প্রমুখ।
