ঘন কুয়াশায় ভোলার
মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে প্রায় ৩০০ টন লবণসহ একটি ট্রলার ডুবে
গেছে। তবে ট্রলারে থাকা সাতজন আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তুলাতুলি পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা
নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারের মাঝি বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার
সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দিলোয়া-৩ নামের কাঠের ট্রলারটি ৩০০
টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশে রওনা করে। রাত ৩টার দিকে
ভোলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এলে ট্রলারটি ঘন
কুয়াশার মধ্যে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি কার্গো জাহাজ
তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। পানি ঢুকতে শুরু করলে তারা ট্রলারটিকে তীরে
ভেড়ানোর চেষ্টা করেন। তবে তীরের কাছাকাছি এসে ট্রলারটি ডুবে যায়। এ সময়
ট্রলারে থাকা সাতজন একটি ছোট নৌকায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায়
তাদের কেউ আহত ও নিখোঁজ হয়নি। তবে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা। তবে বিকেল পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
ভোলা
নৌ থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে একটি জাহাজের
ধাক্কায় লবণবাহী ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়। তীরে নেওয়ার সময় পানি উঠে
ট্রলারটি ডুবে গেছে। ট্রলারটি উদ্ধারে তৎপরতা চলছে।
