চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে
মসজিদে মিলাদ ও দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। শুক্রবার বাদ জুমা
পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের মসজিদগুলোতে দোয়ার তথ্যটি নিশ্চিত করেছেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।
জানা গেছে,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক ও
বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে সর্বস্তরের নেতাকর্মীরাসহ পুরো
দেশবাসী। শুক্রবার বাদ জুমা চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে
মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, কুমিল্লা-১১ আসনের
ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ
কামরুল হুদার নির্দেশনায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত
কামনায় নেতাকর্মীরা কর্মসূচি পালন করছে।
