গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায়
মুসা আকন্দ ও জামিল হোসেন নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত
হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের
ঠুটিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার
কাজীবাড়ি সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে বাসের হেলপার মুসা আকন্দ ও
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে বাসযাত্রী
জামিল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের
ঠুটিয়া পুকুর বাজারের গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাককে
কাজী পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই হেলপার মুসা আকন্দ ও যাত্রী জামিল হোসেন মারা যান। এ ঘটনায়
সাতজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী
স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর
পেয়ে পলাশবাড়ী থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে।
দুর্ঘটনার শিকার দুটি গাড়ি পলাশবাড়ী থানায় নেওয়া হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দিনাজপুরে
বাস দুর্ঘটনায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একজনের হাত
বিচ্ছিন্নসহ গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে
সদর উপজেলার নতুন ভূষিরবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী এমকে এন্টারপ্রাইজ নামে একটি বাস
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে।
এতে বাসটি দুমড়েমুচড়ে ও উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্য ও
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ
বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তাইফ নামে দুই বছর
বয়সী এক শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুপাশে শতাধিক গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
দিনাজপুর
দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা
হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নাটোর সদর
উপজেলার শংকরভাগ এলাকায় নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ
হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে করিম ব্যাপারী নামে এক ব্যবসায়ীর
মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত করিম ব্যাপারী সদর
উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার মোনছের
সরকারের ছেলে।
করিম ব্যাপারীর বড় ভাই কামরুল ইসলাম বলেন, সকালে করিম
মোটরসাইকেল নিয়ে শংকরভাগ হাটে যায় ব্যবসার কাজে। কাজ শেষে দুপুরে বাড়ি
ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক পিলারের
সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় করিম।
সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
