শনিবার ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২
নিউমোনিয়া নিয়ে হাসপাতালে কামাল হোসেন
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ এএম |


প্রবীণ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেছেন, ড. কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়েছে। অবস্থা গুরুতর, এখন এইচডিওতে ভর্তি আছেন।উনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।
সেখানে ভিআইপি ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, "দেশের সংবিধানপ্রণেতা, একজন ভিআইপি পার্সনকে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহু ধকল পার করে জনসাধারণের মধ্যে দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন। এজন্য তার শরীর কিছুটা দুর্বল হয়েছে।"
এর আগে গত ৯ সেপ্টেম্বর নানা অসুখ ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল হোসেন। সেবার তার ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার হয়।
৮৮ বছর বয়সী কামাল হোসেন নামকরা আইনজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি পরামর্শক ও আর্বিট্রেটর। পেট্রোলিয়াম নীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি কয়েকটি দেশের সরকারকে পরামর্শ সেবা দিয়েছেন।
তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কামাল হোসেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুর সরকারের আইনমন্ত্রী, পরে পররাষ্ট্রমন্ত্রী ও তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে তার হাত ধরে আত্মপ্রকাশ করে গণফোরাম। কামাল হোসেন তার পাঁচ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানেন ২০২৩ সালের ২৭ অক্টোবর।
সবশেষ ২০২৪ সালে দলের নতুন কমিটিতে কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি বানানো হয়। মোস্তফা মোহসীনকে করা হয় সভাপতি; সাধারণ সম্পাদক হন মো. মিজানুর রহমান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে--হাসনাত
১৬ জনের মনোনয়ন বাতিল
কুমিল্লায় একাধিক আসনে বিদ্রোহী প্রার্থী উদ্বেগ বাড়াচ্ছে বিএনপির
হলফনামায় পরিপূর্ণ তথ্য না থাকায় জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোটি টাকার দৌড়ে কুমিল্লার প্রার্থীরা কে কত এগিয়ে
দাউদকান্দি সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়
স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীর
ভিপি জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কুমিল্লায় চট্টল এক্সপ্রেস থেকে ভারতীয় কোটি টাকার মালামাল জব্দ বিজিবি'র,
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২