শুক্রবার ২ জানুয়ারি ২০২৬
১৯ পৌষ ১৪৩২
কুমিল্লায় রেললাইনের পাশে যুবকেরমরদেহ
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১:৩৫ এএম |




 কুমিল্লায় রেললাইনের পাশে যুবকেরমরদেহনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার বদরপুর এালাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ৷ রুবেল কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জান্টু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোহাম্মদ রুবেল তার বোনের বাড়ি বদরপুর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বৃহষ্পতিবার দুপুরে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। 
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির অফিসার ইনচার্জ শহিদুর রহমান জানান, গতকাল দুপুরে রুবেল বদরপুরের বোনের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ বৃহস্পতিবার বিকালে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
তিনি আরো জানান, রুবেলের মাথার সামনে ও পিছনে আঘাত আছে। তবে মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। 
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুল আনোয়ার বিষয়টির নিশ্চিত করে জানান, যেহেতু রেল লাইনের দশ ফুটের মধ্যে মরদেহটি পাওয়া গিয়েছে - রেল পুলিশ এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। তারপরও আমাদের একজন কর্মকর্তা সেখানে গিয়েছে - এই ঘটনায় তদন্ত সহযোগিতা করছেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোটি টাকার দৌড়ে কুমিল্লার প্রার্থীরা কে কত এগিয়ে
স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীর
বছরের প্রথম দিনের উপহার টেলিস্কোপে চাঁদ সূর্য দেখা
দাউদকান্দি সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়
ভিপি জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
কুমিল্লায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২