নতুন বছরের প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুলে টেলিস্কোপে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চাঁদ সূর্য দেখার আয়োজন করা হয়েছে। নতুন বছরে স্কুলের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এই আয়োজন। ১ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তিনটি টেলস্কোপে চাঁদ ও সূর্য খুব কাছ থেকে দেখা যায়। এছাড়া মাইক্রোস্কোপ দিয়ে অনুজীব দেখার আয়োজনও করা হয়। নতুন বছরের প্রথমদিনের আয়োজন উদ্বোধন করেন কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়শনের সহ সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাফিজ।
আয়োজনে সহযোগিতা করেন এ্যাডভান্স টেকনোলজি বিডি। প্রতিষ্ঠানটির স্বত্বধিকারি শাফায়াত আজাদ বলেন, এখানে ৪৫০ মিলিমিটার, ৮০০ মিলিমিটার ও ১২০০ মিলিমিটার ল্যান্সের টেলিস্কোপ নিয়ে সবাইকে ফ্রিতে চাঁদ ও সূর্য দেখানো হয়। এসব টেলিস্কোপ আমাদের নিজেদের তৈরী। যাদের টেলিস্কোপ নিয়ে শখ রয়েছে কিন্তু দামের জন্য ব্যবহার করতে পারছেন না, তাদের আমরা জানাচ্ছি কত কম খরচে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ পাওয়া যায়।
বিকাল থেকেই চাঁদ দেখার জন্য ভিড় করে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। সাথে আসেন অভিভাবকরাও। এত কাছ থেকে চাঁদের রূপ থেকে অভিভূত হয়েছেন সবাই। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিয়াজ আহমেদ জানান, এত কাছ থেকে আগে চাঁদ দেখিনি। এবারই প্রথম টেলিস্কোপে চাঁদ দেখলাম। একই ক্লাসের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, আমার খুব শখ ছিলো কাছ থেকে চাঁদ দেখবো। এবার দেখলাম, চাঁদ একদম স্পষ্ট।
দুপুর থেকেই শিক্ষার্থী ও দর্শনার্থীদের সহযোগিতা করেন কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েনের এক্সিকিউটিভ মেম্বার রূপক ও কালাম। তারা জানান, নতুন বছরে স্কুলের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান শিক্ষার্থীদের উপহার। আমরা চাই স্কুলের শিক্ষার্থীরা বইয়ের পড়ার পাশাপাশি হাতে কলমের বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে জানুক। তাই আমরা এই আয়োজন করেছি।
