কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তিন
ফসলি জমির টপ সয়েল কেটে নেয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান
অব্যাহত রয়েছে। এসব মাটি খেকোরা দিনের বেলায় মাটি কাটতে সুবিধা করতে না
পেরে রাতের আধারে মাটি কাটা অব্যাহত রেখেছেন। খবর পেয়ে গভীর রাতেও
ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে মাটির কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত
বিভিন্ন যানবাহন। গত ডিসেম্বর মাসে পৃথক পৃথক অভিযান চালিয়ে জরিমানা করা
হয়েছে ৮৫ হাজার টাকা, জব্দ করা হয়েছে ৪টি ট্রলি ট্রাক্টর, ২টি এস্কেভেটর ও
১টি ড্রাম ট্রাক। এসময় এক ঠিকাদারকে দেয়া হয় ২০ দিনের কারাদন্ডাদেশ। এসব
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর গভীর
রাতে জমির টপ সয়েল কাটার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র
রায় ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার উপজেলার জোড়কানন পূর্ব
ইউনিয়নের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি ড্রাম
ট্রাক জব্দ করেছেন। এসময় চালক ও মাটি কাটার সাথে সম্পৃত্তরা পালিয়ে যেতে
সক্ষম হয়।
গত ১৮ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া
ইউনিয়নের লোলবাড়িয়া মৌজা এলাকায় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে
আবাদযোগ্য কৃষি জমির মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ ও মাটি
কাটার ঘটনায় অভিযুক্ত লোলবাড়িয়া গ্রামের সৈয়দ কাশেদুল হককে ৫০ হাজার টাকা
জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সজীব তালুকদার।
গত ১৭ ডিসেম্বর দুপুরে জোড়কানন পূর্ব ইউনিয়নের লামপুর
ফসলের মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে
ছুটে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। এসময় যথাযথ কর্তৃপক্ষের
অনুমতি না নিয়ে আবাদযোগ্য কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে জোড়কানন পূর্ব
ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র ঠিকাদার মোহাম্মদ
তাজুল ইসলাম (৪৬)কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের বিনাশ্রম
কারাদন্ডাদেশ প্রদান ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন এবং ঘটনাস্থল থেকে
মাটি ভর্তি ৪ টি ট্রাক্টর জব্দ করেছেন। একইদিনে টঙ্গীরপাড় নামক স্থানে পৃথক
অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত পরিত্যক্ত ১ টি এক্সেভেটর
জব্দ করেছেন।
গত ১৫ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর
ইউনিয়নের জামমুড়া ও বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর নামক স্থানে অভিযান চালিয়ে
ধর্মপুরের বল্লী ফ্যাক্টরির পাশে অবৈধভাবে লালমাই পাহাড়ের মাটি কাটার
অপরাধে জনৈক সালমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব
তালুকদার। এসব অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের টিম,
বিজিবি সদস্য ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ তাঁদের সহায়তা করেছেন।
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় দৈনিক কুমিল্লার
কাগজকে জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রীর সাথে জড়িত ব্যাক্তি ও মাটি
পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি ট্রাক্টর এবং পিকআপ উপজেলার
যেখানেই পাওয়া যাবে সেখানেই জব্দ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের
করা হবে। তিনি আরও জানান, কোনোভাবেই ফসলী জমির টপ সয়েল বিক্রীর সাথে
জড়িতদের ছাড় দেয়া হবে না।
