বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
এক সপ্তাহ পূর্বে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেও প্রাণ গেল তানজিনার
কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে ছুরিকাঘাতেহত্যা!
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ এএম আপডেট: ২৪.১২.২০২৫ ১:০৬ এএম |







কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে  ছুরিকাঘাতেহত্যা! কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক স্বামী আবদুল কুদ্দুস ওরফে রুবেলকে (২৫) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তানজিনার পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার ও ঘাতক রুবেলের ফাঁসির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পারিবারিক ভাবে রুবেলের সাথে তানজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুবেল ও তার পরিবার তানজিনাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। তানজিনার দরিদ্র বাবা সাধ্যমতো চেষ্টা করলেও রুবেলের লোভের অবসান হয়নি। যৌতুকের টাকা না পেয়ে প্রায়ই তানজিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত রুবেল। নির্যাতনের মাত্রা সইতে না পেরে গত রবিবার তানজিনা নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় অভিযোগ দেওয়ায় রুবেল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার দুপুরে কৌশলে গোমতী ব্রিজের বেড়িবাঁধ এলাকায় তানজিনাকে ডেকে আনে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে তানজিনাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তানজিনার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি করে রুবেল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।
হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক রুবেলকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ঘাতক স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২