প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন
(৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার (২২
ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই
উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজ সংলগ্নে ঢাকাগামী জোনাকী
এক্সপ্রসে, নোয়াখালীগামী একুশে এক্সপ্রসে ও টাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এ
দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ জসীম উদ্দিন (৪৫) উপজেলার জয়নগর গ্রামের আলী
আক্কাস এর বড় ছেলে। এ দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে কাঁকসার গ্রামের মোঃ জাহিদ হোসেনকে (২৫)।
দুর্ঘটনার
খবর শুনে লালমাই আর্মি ক্যাম্পের একটি টিম, লালমাই থানা পুলিশ, লাকসাম
ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এবং আহতদের উদ্ধার করে
হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদোর্শীরা জানান, ঢাকাগামী
জোনাকী বাস ও লাল-সবুজ বাস দ্রুত গতিতে ওভারটেক করার সময় রাস্তার পশ্চিম
পাশে দাড়িয়ে থাকা টাক্টরের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় টাক্টরের সামনের অংশ
আলাদ হয়ে রাস্তার পূর্ব পাশে ছিটকে গেলে অপর দিক থেকে আসা নোয়াখালীগামী
একুশে বাসের সাথে সংঘর্ষ হয়। পরে ঢাকাগামী জোনাকি বাসের ধাক্কায় টাক্টরের
ড্রাইভার মোঃ জসীম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়।
জোনাকি বাসটি নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পশ্চিম পাশের একটি শো-রুমের দেওয়াল ভেদ করে বৈদ্যুতিক
খুঁটিতে গিয়ে আঘাত করে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় জোনাকী
বাসের ড্রাইভার গুরুতর আহত হয় এবং বাসে থাকা যাত্রীরা আহত হয়।
লাকসাম
ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদেল আকবর বলেন, " ২ টি
বাসের সাথে টাক্টরের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে
পৌঁছে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এবং যান চলাচল
স্বাভাবিক করেন। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের
বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।"
