মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২
আলো ছড়িয়ে সাকিব ও মোস্তাফিজুর ম্যাচ সেরা নির্বাচিত
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ পিএম আপডেট: ২৩.১২.২০২৫ ১২:৫৬ এএম |


 আলো ছড়িয়ে সাকিব ও মোস্তাফিজুর ম্যাচ সেরা নির্বাচিত


সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে পৃথক ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। অলরাউন্ড পারফরম্যান্সে দারুণভাবে ফিরে এসেছেন সাকিব। মোস্তাফিজুর রহমান ধরে রেখেছেন ধারাবাহিকতা। তাদের উজ্জ্বল পারফরম্যান্সে জিতেছে তাদের দলও।
সাকিবের ফর্মে ফেরা নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের কাছে সবচেয়ে স্বস্তির খবর। এমআই এমিরেটসের হয়ে রোববার বল হাতে ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ২৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
শুরুর ম্যাচে পারফরম্যান্স করতে না পারায় চার ম্যাচ সাইডবেঞ্চে ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ফেরার ম্যাচে ঠিকঠাক রাঙাতে না পারলেও ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চেনা রূপে ছিলেন সাকিব। দলকে দিয়েছেন টানা তৃতীয় জয়ের স্বাদ।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এমআই এমিরেটস ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্সকে। আগে ব্যাটিংয়ে নেমে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেজার্ট ৭ উইকেটে ১২৪ রান করে। জবাবে এমআই এমিরেটস ১৫ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে। প্রথমবার সাকিব পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
এদিকে জিতেছে মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। তারা ৬ উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টসকে। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। এক ওভারেই ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। ৭ ম্যাচে তার উইকেট ১৪টি। উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১ ম্যাচ বেশি খেলে ১৫ উইকেট নিয়ে তার সতীর্থ ওয়াকার সালামখেইল রয়েছেন শীর্ষে।
গালফ জায়ান্টস আগে ব্যাটিং করতে নেমে ১৫৬ রানের বেশি করতে পারেনি। ইনিংসের শেষ ওভারে জয় নিশ্চিত করে দুবাই। মোস্তাফিজুরের শুরুর বোলিং তেমন ভালো হয়নি। প্রথম ওভারে তার বলে চার ও ছক্কা উড়ান রহমানউল্লাহ গুরবাজ। ১৩ রান দেন ওই ওভারে। ১৪তম ওভারে ফিরে মোস্তাফিজুর নিজের ছন্দ খুঁজে পান। তুলে নেন ৩ উইকেট।
শুরুটা করেন জেমস ভিঞ্চকে দিয়ে। ইংলিশ ব্যাটসম্যানকে উইকেটের পেছনে তালুবন্দি করান। এক বল পর আজমতউল্লাহ উমারজাইয়ের উইকেট উপচে ফেলেন। ক্রিজে আসা সুপারসাব ডিকসনকে টিকতে দেননি তিনি। দারুণ অফকাটারে বোল্ড করেন নতুন ব্যাটসম্যানকে। ৬ রান দিয়ে এই ওভারে নেন ৩ উইকেট।
তৃতীয় ওভার করতে এসে মায়ার্স ও আডায়ারের বলে দুটি বাউন্ডারি হজম করেন তিনি। তবে শেষ ওভার ছিল একেবারেই নিয়ন্ত্রিত। এই ওভারে ৭ রান দেন। তার ওভারে তিনটি রান আউট হয়।

রাতের ম্যাচে সাকিব বল হাতে শুরুতে দ্যুতি ছড়ান। বোলিংয়ে এসে ফখর জামানকে আর্ম বলে স্টাম্পিং করান। এরপর স্যাম কুরানকে ঘূর্ণিতে পরাস্ত করে ফিরতি ক্যাচ নেন ডাইভ দিয়ে। ব্যাটিংয়ে অবশ্য তার মন মতো হয়নি। রান পেতে কষ্ট করেছেন। ইনিংসের একমাত্র চার মেরে নিশ্চিত করেছেন জয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আড্ডার ঘরে রক্তের দাগ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
কুয়েতে প্রবাসী যুবকের মৃত্যু, দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
দেবিদ্বারে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লা-১০ আসনে নারী নেত্রী শিউলীর মনোনয়নপত্র সংগ্রহ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার গঠিত হবে: এমদাদুল হক মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২